inbound1942852387154216790
inbound1942852387154216790

কবিতা

লিখেছি কবিতা ।
পড়িস কিন্তু ববিতা ।

কবিতার লাইনে থাকলে কিছু বাকি ।
বলে দিস পাখি ।

এটাই আমার ভাবনা ।

অবাক হও কেন ফারহানা ?

কবিতাটা হলো কেমন ?
বল তো সুমনা ।

চুপ আর থাকিস না ।
কিছু তো বল শিরিনা ।

এক চাওয়া এক মন ।
কবিতা লিখেছে সুমন ।

inbound1942852387154216790

সুমন মিয়া

Leave a Reply