১১-০৪-২০২৩
কুমিল্লা,বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#শান্তি_চাই_শান্তি_দিতে_হবে_#
বোশেখের বেগবান বাতাসে বিধ্বস্ত এই স্তুপে
দাঁড়িয়ে চোখ আমার শূণ্যে
বিরান প্রান্তরে আশ্রয় খোঁজে।
ওপরে উষ্ণ বলয়ের অসহ্য মাতামাতি
বাধ্য করেছে একটা ছায়ায় দাঁড়াতে।
অথচ এখন ছায়া বলতে কিছু নেই সামনে
বরষার বানভাসি বন্যা শরতকেও ভাসায়
তদুপরি শীতের আলিঙ্গনে কাবু শরীর
জ্বলন্ত কাষ্ঠ ছুঁয়ে আছে আগামীর রণাঙ্গনে।
নদী বয়ে যায় শন্ শন্ বাতাসে মাঝখানে পোড়ে বিগত,
আজ ও আগামীর পালতোলা নৌকো সহস্র ছিদ্রে।
অতঃপর দিশেহারা আমি বলি শান্তি চাই
শান্তি দিতে হবে হে প্রতিশ্রুতির যাদুকর!
মৃত্তিকা খুঁড়ে পেয়েছি এতোদিন অসংখ্য
হতাশার বালুকোড়া কিন্নর আর
আজ পেয়েছি শতাব্দির শান্তিবাদী ভার্সেস
যুদ্ধবাদীর মাঝখানে অলিখিত অস্তিত্বহীন
প্রত্যশার কারিগর।
যুদ্ধ নয় হে পৃথ্বিকূল শান্তি চাই,শান্তি দাও——–।
Pradip Bhattacharjee