inbound73360882265940056
inbound73360882265940056

কবিতা

১৪-০৪-২০২৩
কুমিল্লা বালাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#আমার_সংস্কার_আমার_অহংকার_#

প্রতিদিন এই নদীপথে যেতে যেতে
খুঁজো প্রথমে তোমার শেকড়,
তারপর তার বেড়ে ওঠার ইতিহাস।

কোন ফানুসের ফুলকি নয়,
মনেহয় এমন কিছু নয় ;
বেঁচে থাকার প্রতিটি রক্তকণায়
সুপ্ত আছে এই বাংলার ষড়ঋতু
অবিরতঃ হেঁটে যায় বুকের হাওয়ায়।

বুকে হাত দিয়ে দ‍্যাখো—-
কোন অন্ধবিশ্বাসের আল্-কাতরা
লাগেনি তোমার ঘরের আব্রুতে
টিনের চালে।
পোকা মাকড় হতে রক্ষার অটুট আশ্বাসে
অতিক্রম করে এসেছ এতদূর ——।

এপথেই আমরা যাবো আরো অনেকদূর
বন্দরের আনাচে কানাচে,মেঠো-প্রান্তর ;
অন্তহীন গাঢ়ো পলাশ রাঙ্গা মাঠে।

inbound73360882265940056

Pradip Bhattacharjee

Leave a Reply