১৭-০৪-২০২৩
কুমিল্লা বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#দেখি_সংক্রান্তিকাল_#
এখন অমাবশ্যার অন্ধকার শহর
বেশ্যার শরীর ছুঁয়ে ডুবে যেতে পারে অনন্ত ;
শুরুই হয়েছিল যার নিরক্ষর যুগে।
প্রবাহের চোখ শার্দুলকে ছাড়িয়ে গেছে যত,
প্রসারিত অরণ্যমাঝে নদীর মত,পরাজিত পাড়ে
মুহুর্ত রাত এলেই ভাটার কদর বাড়ে।
কবিকে ডোবাতে চায় ডোবার মাঝে।
ইতিমধ্য দেখেছি কূয়োর ব্যাঙ্গগুলোকে ,
প্রচণ্ড লাফালাফি করতে জলের মধ্যে ;
অপার প্রকৃতিকে হাতের মুঠোয় নিতে
রংমাখে শিবের, সরস্বতির,মোল্লা-পুরোহিতে।
অথচ জীবন চলে সবার প্রকৃতি হয়ে, সেও
কখনো রোদেলা মধ্যাহ্ন কখনো জোছনা প্রহর ;
সবার মাঝে সে একান্ত, নিতান্ত কেউ নয় কারো।
তবু সীমানার বেড়া দেয় তাকে নানা তকমায় ঘীরে
আবদ্ধ রাখে উজ্বল সত্যের পথিকৃৎ চোখ বারবার।
Pradip Bhattacharjee