You are currently viewing কবিতা

কবিতা

কবিতা
এই গরমে
-সাহেব মান্না

এই গরমে যাই বলো
থাকা যায় না আর।
সকালেতে স্নান সেরে
দুপুরেতে স্নান সেরে,
সন্ধ্যেতেও স্নানে যাই।
এই গরমে ঘাম ঝরিয়ে
হাঁপিয়ে ক্লান্ত হয়ে যাই।
কী যে গরম! কী যে গরম!!
মনে হয় আগুনের ফুলকি
ছুটে আসে মুহূর্তে।
পুড়িয়ে খাক করে-
গাছ পাতা মাটি জল।
পারি না বাতাসে আর
নিঃশ্বাস প্রশ্বাস করিতে।
ভাবি আসবে দুরন্ত মেঘ
ভেজাবে ধরণী বৃষ্টি দিয়ে।
চেয়ে থাকি আকাশেতে
যদি মেঘের দেখা পাই।
একরাশ বৃষ্টি কুড়িয়ে নিয়ে
এই গরমে একটু শান্তি পাই।

20230129_224705.jpg

সাহেব মান্না

Leave a Reply