You are currently viewing কবিতা

কবিতা

২১-০৪-২০২৩
কুমিল্লা,বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#জন্ম_মৃত‍‍‍্যু_বাজে_#

শত-সহস্র রাস্তার মাঝে রাস্তা খুঁজে
প্রতিনিয়তঃ
জন্মের একপ্রান্ত থেকে অপর-প্রান্তে
জাগ্রত
পথিক শুধু রাস্তা খুঁজে গেল জীবনব‍্যাপী।

এইতো সেদিন চলতে গিয়ে পড়ে গেলে
খাদে
নিঃশ্বাস বন্ধ হয়ে আসে মৃত‍্যু চোখে
ছট্্ফট্ করে মুক্তির উপায় দেখে মৃত‍্যুর ভেতর।

নিশিথে পেটের ভেতর ক্ষুধা জেগে ওঠে
এবার প্রশ্বাসের ভেতর জীবন বায়ু মিটে
ক্ষুদ্র বালুকণায় চোরাবালি পড়ে চোখে।

পরিত্রাণের উপায় বাতলাতে বাতলাতে
চলমান বাগধারায়
কথার ফল্গু নদী বয়ে যায় মুক্তির কিনারায়
কারনে-অকারণে মিছিল চলে
আলো নিভে গেলে।

তারপর জীবনের ছন্দ মেলায় ত্রিতাল বোল
লাল আস্তরণে ঢাক বাজায়
বিপ্লবের জন্ম কোঠায়
পেটে আগুন চোখে আগুন
জন্ম-মৃত‍্যু বাজে হিন্দোল।

inbound5486087115511759175.jpg

Pradip Bhattacharjee

Leave a Reply