You are currently viewing কবিতা

কবিতা

কবিতা
আক্ষেপের প্রশ্নে
-সাহেব মান্না
(পশ্চিম মেদিনীপুর,পশ্চিমবঙ্গ,ভারত)

আমি হয়ত তুমি হতে পারতাম না
কিন্তু তোমার তুমিটা ভালো লাগে না।

বেশ করে আগাগোড়া পরখ করে
দেখি,তোমার তুমিটাই ভীষণ প্রিয়।

প্রেমে পড়িনা ,কাব্যও লিখি না,
শুধু তোমারই কথা চিন্তা ও কল্পনা।

চলতে শিখেছো ,বুঝতে শিখেছো,
শুধু ভুলে গেছো অতীতটাতো।

আমি অতীতের স্মৃতি মনে করাই না
ভবিষ্যতের স্বপ্নের নেশা লাগাই না।

আবার, প্রেমহীন ও প্রেম বিদ্বেষী নই,
সৃষ্টির তরে নব উল্লাস জেগে ওঠে মন ও প্রাণে।

তুমি তো প্রেম হতে পারো,তুমি তো নদী হতে পারো,
তুমি ঝর্ণা হয়ে বয়ে যেতেই পারো।

কিন্তু, তোমার ছলনার কামিনী নেশায়!!
এই পৃথিবী পচা-বাসি দুর্গন্ধ বর্জ্যস্তূপে মগ্নপ্রায়।

বলো, তুমি কি চাও ? এই পৃথিবী জানতে চায় ?
সুখ ও শান্তি না হিংসা বিদ্বেষ- ধ্বংস ?

আসমানের ঐ নীল রঙে চোখের নেশা লাগে না,
বৃষ্টি এখন সৃষ্টি হলেও মন তো ভেজে না।

যদি, আক্ষেপের প্রশ্নে মুখোমুখি কোন একদিন
তুমি সময়ের সাথে বদলে গেলে কেমনে ?

20230129_224705.jpg

সাহেব মান্না

Leave a Reply