২৪-০৪-২০২৩
কুমিল্লা,বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#জীবনের_পৃষ্ঠা_এক_#
#############//////#######
সমুদ্র পৃষ্ঠ হতে
পৃথিবীর অলিগলি পথে
বিচরণ করি বারবার
প্রসব করি প্রতিবার রক্তকণা খুঁজে
আগমনি গান শুনি খরায়
তবু জীবন দেখিনা।
-#জীবনের_পৃষ্ঠা_দুই_#
########/////####/
এভাবেই জীবন ছোট হয়
এভাবেই জীবন বড় হয়।
আসা যাওয়ার বৃত্তলেখায়
অক্ষর খুঁজতে খুঁজতে সমুদ্রে
ঢেউ তোলে দুর্নিবার গতি দেখায়
উর্বরা ফসলের মাঠ হাসি-খেলায়।
-#জীবনের_পৃষ্ঠা_তিন_#
কেন্দ্র থেকে ঘুরতে ঘুরতে
ক্রমশঃ বড় হয়ে ওঠে জলের মত
জলহস্তির জলকেলিতে আবার
ছোট হতে হতে মিলিয়ে যায় দৃশ্যতঃ
হাত তুলি শ্রেণী-কক্ষের শেষ বেঞ্চে ফাঁকা
কেবল শিহরণ জাগায় নতুন আল্- খেল্লায়।
Pradip Bhattacharjee