কবিতাঃ ভোরের শিশির
কবিঃ শরীফ বিন রাশীদ
_______________________
ভোরের শিশির বিন্দু দূর্বাঘাসে,
ফোটলো আজ হেঁসে রাত্রি শেষে।
হাওয়ায় দোলে বীরের ভেসে,
নাক ফুল আর গোলাপ ঘেঁষে।
ঘনো কুয়াশা পরলো জমিন জুড়ে,
সে জমিন সুরভিত হলো হৃদয় খোলে।
কুকিল ডাকে মধুর সুরে রোজ ভোরে,
শীত এসেছে বলে তোমায় জানান দিতে
সেই উৎসবে যেন বাঙালি মেতে উঠে
হাসনাহেনা ফুলের উপর শিশির জমে।
উপভোগ করি মোরা শীত ক্রমে ক্রমে
আর প্রভুর শুকরিয়া জানাই দমে দমে
তাং ২৩।০৩।২০২৩ ইং
শরীফ বিন রাশীদ