৩০-০৪-২০২৩
কুমিল্লা,বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#একজন_চারু_মজুমদারকে_#
সবহারা মানুষের চোখে
কাছের মানুষ বলেই
কিছু বনদস্যু তাকে
ডাকাত বলে তুলে নিয়ে গ্যাছে।
কাছের মানুষ বলেই
কিছু শ্বেত-হস্তী বন্য-ক্রোধে
ওপরে তুলে তাকে ছুড়ে মেরেছে।
আহত সে প্রাণ যেতে যেতে
বলে গ্যাছে,তোমরা যতদিন
শ্বেত-হস্তী রবে ততদিন
আমার নিঃশ্বাস শুধু উষ্ণ হবে
চিৎকার করবে জনতার কাতারে
ডাকাত,ডাকাত, লুটেরা বলে।
যুগে যুগে আমরা কমরেড হবো
সমবেত হবো,এক বিপ্লবের পতাকা তলে;
বলবো সাম্যবাদের অজস্র গান।
Pradip Bhattacharjee