০৩-০৫-২০২৩
কুমিল্লা বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#কেবল_বিদ্রোহী_বিউগল_#
একটা ফেলে রাখা
ক্যানভাস
পুরনো তুলির আঁচড়—–
উদোম শরীর খোলা আকাশ।
মেঘের সাথে যেতে যেতে
অনিশ্চিত চিন্তাহীন নিঃশ্বাস।
একদা আধুনিকতার কথা বলে,
সভ্যতার কথা বলতে বলতে
স্বাধীনতার কথা বলে
পরাধীন করে ফেলে,
আবার শাসনের কথায়
সাজায়
শোষণের অলৌকিক ইন্দ্রজাল।
পৃথিবী জুড়ে সূর্য দেখা যায়না
আর
কথার মাঝে শৃংখলের আস্তরন
মানচিত্র রেখায় বক্র-রোষানল
জগদ্দল পাথর সাজে অনর্গল
নদী প্রবাহের নন্দিত চর্চায় কেবল
বেজে ওঠে শৃংখল ভাঙ্গার বিদ্রোহী বিউগল।
Pradip Bhattacharjee