You are currently viewing কবিতা

কবিতা

০৫-০৫-২০২৩
কুমিল্লা,বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#ষ্টেশন-#

ষ্টেশনের এককোণে
একটি বেঞ্চে
মাঝ-বয়সি এক ঝিমুচ্ছে।
সামনে সরল রেললাইন
শুয়ে আছে প্রিয়ার মত
অন্তহীন——
চোখ তার তবু
ছুঁয়ে গ‍্যাছে লাইনে প্রতিবার
রেলটা সেই কখোন আসবে বলে।

কত পথ খুঁজে
সবাই একবার
কেউ কেউ বারবার
এখানে আসে
ট্রেন আসলে কতবার
উঠে পড়ে নেমে পড়ে
গন্তব‍্যে

উঠানামার নামতায়
জীবন হয় নেপথ‍্যে তার
ট্রেন আসে যেতে যেখানে
বসন্ত বাতাস এলে
জীবন অপেক্ষা করে
হাসি-খেলার চত্বরে
আরেকবার।

inbound4012216833054706837.jpg

Pradip Bhattacharjee

Leave a Reply