০৬-০৫-২০২৩
কুমিল্লা বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য
কবিতা-#বাতিঘর_#
(কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি)
স্রোতের বন্যায় সমুদ্রের
যেখানটাতে
তুমি জ্বলছিলে
আজ আর সেখানে
দেখিনা তেমন কিছু।
কে যেন,
হয়তো সময় এসে
বলে গেছে ও ভীষণ
পুরনো সেকেল।
এখন মানুষ
মঙ্গল গ্রহ থেকে
চোখ রাখে অণু-পরমাণুতে
কিংবা বায়ু মণ্ডল ছেড়ে
কৃষ্ণ গহ্বরে—–।
তুমি অবাক চোখে
চেয়ে আছো মাত্র
লিখছো মেঠো পথের বাঁকে এসে
বাতাসের সাথে চাঁদের কবিতা।
অথচ দেখি
আকাশের বুকে
পাখির মত উড়তে
আজো পারেনি
কোন সুপারসনিক বিমান।
Pradip Bhattacharjee