কবিতা
ভালোবাসার পড়ন্ত বিকেল
-সাহেব মান্না
(পশ্চিম মেদিনীপুর,পশ্চিমবঙ্গ,ভারত)
ভালোবাসার পড়ন্ত বিকেল
কথা বলার শক্তি হারায়।
অনুভব উপলব্ধির ক্ষমতা হারিয়ে;
নতুন বাগান তৈরি করে না,
শুধু হতাশা নিরাশা নিত্য সঙ্গী হয়।
ভালোবাসার পড়ন্ত বিকেল
প্রেমের পরশ ঢেউ আর তোলে না,
উত্তাল জীবন সমুদ্রের রেখায়।
কোথাও জীবন তরী আর বয়ে না
আপন খেয়ালে দুঃসাহসিকতায়।
সাহেব মান্না