১৮-০৫-২০২৩
কুমিল্লা বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#একটা_চিঠি_আসার_কথা_ছিলো_#
এক
==========
সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত
গতর খাটাতে খাটাতে,
মাঝে একটা বুভুক্ষ দুপুর বয়ে গেল ;
তবু চাহিদা মিটলোনা।
আর কত দুপুর গেলে মিটবে চাহিদা ?
দুই
============
আহা কত সুখ আমার!
বলেছিলে গত বছর
একটা চিকন জামদানি কিনে দেবে।
কারখানার ধোঁয়ার মাঝে সেই সুখ
স্বপ্ন হয়ে দিনের তালিকা বড় হলো,
তারপর মেশিনের শব্দে মিলিয়ে গেলো জীবন ; গড়্ গড়্ গড়্।
তিন
===============
যা বলে গেলো——
বাস্তবে তা আর পাওয়া হলোনা।
সাগর পাড়ের লোনাজল মুছতে মুছতে
কয়েকটা টাইফুন বয়ে গেলো নিরবে।
একটা চিঠি আসার কথা ছিল, এলোনা——
কখনোই এমন আসেনি!
কবে আসবে সে চিঠি?আদৌ আসবে কী??
Pradip Bhattacharjee