কচি
কলমে সবিতা কুইরী
3/04/2023
বয়স আমার অনেক হল
তবুও আমি কচি।
কানে এলেই বাদ্য বাজন
দুলিয়ে কোমর নাচি।
লোকে বলে ভীমরতি দেখ?
বুড়ো বয়সে এসে।
কান দিই না তাদের কথায়
মিউজিক শুনি বসে।
কন্যা হয়ে জন্মেছিলাম
বছর পঞ্চাশ আগে
বড়রা সব জীবন আমার
গন্ডি দিয়ে দাগে।
শশুরবাড়ির ধারণা পায়
পুতুল খেলার ছলে
বিয়েরপিঁড়ি উঠে গেলাম
পড়া সাঙ্গ হলে।
ছোট্ট মানিক জন্মদিলাম
একটি বছর পরে
মা ডাকের মহিমাতেই
মাতলো জীবন ঘরে।
দায়িত্ব আর কর্তব্যে
পার হল দুই কুড়ি
সন্তান যখন প্রতিষ্ঠিত
আমি পঞ্চাশের বুড়ি।
দাপিয়ে বেড়ায় ফেসবুকে
হোয়াটসঅ্যাপটাও ধরি
ইনস্ট্রাগ্রামও খুব অ্যাক্টিভ
লাইক কমেন্টস করি।
নারী ধারিনা লোকের কথায়
নিজেকে মানি কচি
ব্যস্ত জীবন পার করে আজ
দুলিয়ে কোমর নাচি।
sabita kuiri