You are currently viewing কবিতা

কবিতা

২৪-০৫-২০২৩
কুমিল্লা,বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#বেদনা_#

এক
=====

বৃষ্টিহীন সে
ঝরনায় ভাসা
ব‍্যথার বাসা।

দুই
======

নাবলা কথা
লক্ লকে ফোঁটারা
জিহ্বায় থাকা।

তিন
========

পাহাড় থেকে
গড়িয়ে ছল করে
নীচু শ‍্যামলী

চার
========

সাদাকে সেতো
জড়িয়ে ধরে বন
কবিতা পার

পাঁচ
=========

কুসুম বনে
ফুলেরা জল হয়ে
মাটিতে ঝরে

inbound8886172014174327052.jpg

Pradip Bhattacharjee

Leave a Reply