You are currently viewing কবিতা

কবিতা

২৩-০৩-২০২৩
কুমিল্লা,বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#অসীমের_ভান_করে_#

অসীমের ভান করে কেবলই লিখে যাই
গদ‍্য-পদ‍্য প্রবন্ধ-কবিতা
তারও বেশি কিছু লিখতে গেলেই অনিরুদ্ধ
চোখদুটো বুজে আসে জলে,পরে ফোটা
কচুপাতায় বুকের ওপর বসে চোখ।

ভোরের কোলে আকাশ দেখি
বিশাল চাদরে দেখি সূর্য শুয়ে
দিনের আলো দেখায়, মেঘ-মেদুরে
দিন আসে দিন যায় দিনের কাব‍্যে
আঁধার আসে দুচোখ বেয়ে।

অথচ এই ছত্রিশ বছর যৌবনে
কপালে সিঁদুর দেখিনি মাথায় ঘোমটা
আচকমা কল্পনার রূপরেখায়
অসীম হেঁটে যায় বৃক্ষের ছায়াপথে।
পাখির ডানার মত একসময় ভাবি
গোধূলির পাখিরা ক্লান্ত রংধনুর ছায়াপথে
অনিমেষ রংছড়ায় ধূসরছায়ায় নিরন্তর
অবিসম্ভাবির উল্কাপথ, দিগন্তে মাখি
নীলের মাঝে নীল আর যৌবনের
রক্তিম আভায় অসীম হয়ে যায় সসীম আঁখি।

inbound8827012567933828477.jpg

Pradip Bhattacharjee

Leave a Reply