You are currently viewing কবিতা

কবিতা

মাহে রমজান
রমজান এসেছে দুয়ারে,
মোরা স্বাগত জানাই তাহারে,
রহমতে ভরপুর হবে এ ধরা
প্রশান্তি ছড়াবে মুমিন হৃদয়ে।

রাখবো রোযা চাইবো মাফি
তাহাজ্জুদ শেষে হবে সাহরী,
দোয়া রাখবো খোদার দরবারে
ইফতার সামনে রেখে।

ক্বলব হবে পরিচ্ছন্ন
কালিমা যত দূর হবে সব,
জাহান্নাম হতে চাইবো মাফি
রোযা হবে ঢাল সরূপ…

inbound4137839236778684042.jpg

রিয়াদ আফ্রাদ

Leave a Reply