স্বপ্ন
মোঃ রোমান সরদার
বিন্দু থেকে সূচনা হয়ে
জননী চোখে হয়েছি তৃপ্ত জল
আশার আলো আস্থার মূল
পিতৃব্যের উত্তরীয় বাহুবল
প্রভাদ থেকে সন্ধ্যে জ্যোতি
বাহুডোরে এসেছে ইতি
লক্ষ্য এবার স্বপ্নজয়ের।
কৈশরের পা পিছলে জীবনের মদ্যাহ্নে
দাড়িয়ে
আঙুল তুলি নিজ পানে, গন্তব্য আমার কে জানে?
মস্তিসকের এপাশ ওপাশ বহির্বিশ্ব চড়ে বেড়ায়,
নথিবদ্ধ আর্জিত সম্মান যোগ্যতা না মিলে কোথায়,
অবুঝ হিয়ার হ্রস্ব বুঝ, কাল সর্বস্বয়ং হবে
বিবেক বলে স্বপ্ন হাতে আপন করে ছুঁইব কবে?
MD ROMAN SARDER