inbound1855781305052227494
inbound1855781305052227494

কবিতা

২৮-০৩-২০২৩
কুমিল্লা বাংলাদেশ ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#এই_বোশেখ_#

এই বোশেখের রোদে
প্রতিদিন ফাটল ধরে
বিরান ভূমি ফসলি জমি,
কাস্তে গরম হয় ; চাহিদার কাছে।

বেসামাল বাতাস টলমল নদীতে
ঢেউ তুলে এই পথ হেঁটে যাওয়ার শখ
সমান তালে
আকাশ বদল হয় নীলের পরে কালো
অমানিশায় টুটি চেপে ধরে জমকালো ভূত
সময়ের বৈঠা বায় ঝরের পরে মাটির কাছে।

মেঘেরা যেতে যেতে ডেকে বলে
হাত গুটিয়ে থাকার সময় কম
হরদম মেশিনের চাকা চলে গর্জনে
সুখের পায়রা যায় উড়ে অনন্তে বধুয়া
ঘোমটা সরায় থেমে থেমে উজান গাঙ্গে।

inbound1855781305052227494

Pradip Bhattacharjee

Leave a Reply