প্রণয় ব্যথা
মাহমুদ হুজাইফা
ভোর প্রভাতে শিশির তলে একলা পথিক আমি
কি থেকে যেন কি ভেবে ভাই বৃক্ষ মায়ায় পড়ি!
পত্র-পল্লব সবুজ-শ্যমল সুনসান প্রাকৃতি-
আঁখ মেলিয়ে তাকিয়ে দেখি কী মহান মহারানী!
এমন পথের পথিক হয়ে বিস্ময় কল্পনা –
প্রেমিক আমার যায় হেটে যায় ধন্য বালু কণা!
খানিক পরে আসবে হেতে অনুপমা অপ্সরী-
চোখ থেকে যেন আবেগ ঝড়ে অপরূপ ঝিকিমিকি!
মুগ্ধ আমি আবেগাপ্লুত নন্দিত রশ্মি –
চিত্তে আঁকি তোমার ছবি মোহনীয় রত্নি!
অপেক্ষার এক যুগ পেরিয়ে ওহে প্রিয় প্রেয়সী!
আর কত কাল থাকবো বসে বলো সখি অভিরূপী?
হঠাৎ দেখি আঁখিদ্বয় মোর ঝাপসা আকার করে
আটকা পড়েছে কোন সে ক্ষানে অদৃশ্য মায়াজালে।
আকাশ ভেঙে নেমে এলো বুঝি স্বর্গীয় অপ্সরী!
চোখঁ ধাঁধানো মনমাতানো অনুপম সুন্দরী।
কৃষ্ণ কালো বোরকা মাঝে শুভ্র সফেদ জানি-
অগ্নিমাখা চোখের তারায় কি মায়াময় আঁখি!
পাশ কাটিয়ে ঘ্রাণ ছড়িয়ে যায় হারিয়ে অদূরে –
হাত বাড়ালেই ছুঁয়া যায় বাট বড্ড শরম লাগে!
কন্ঠ আমার স্তব্ধ দেখায় বলতে গেলে কিছু
তাই চুপচাপ টুঁটি চেপে হাঁটি পিছু পিছু।
মাহমুদ হুজাইফা
মাহমুদ হুজাইফা