inbound 1634174740
inbound 1634174740

কবি ও গীতিকার

স্বপ্ন পুড়ে ছাই
সৈয়দ ময়নুল কবরী

আগুনের লেলিহানে পুড়ে আঙ্গার
অসহায় আর্তনাদীর ধ্বণী হাহাকার
স্বপ্নের বীজ গুলো হয়ে গেলো লাশ
বঙ্গবাজারের আগুন হলো ইতিহাস!

তিলেতিলে সাজানো স্বপন হাজার
নিমিষে ভেঙে গেলো স্বপ্নের বাজার
এমন দৃশ্য দেখে চোখে আসে জল
হে দয়াময়, ওদেরকে দাও মনোবল।

হাজার হাজার লোকের শেষ সম্ভল
ছাই হয়ে আকাশেতে উড়ছে কেবল
ধৈর্যের ক্ষমতা দাও তাঁদের অন্তরে
আসিবার যাহা কিছু আসিবেই ফিরে।

অনুতাপ করে আর নেই কোন লাভ
গরিব মরলেও কেউ দেখেনা অভাব
বাঁচিলে এই পৃথিবীতে পাবে মহা কিছু
ছিলোনা এসব তোমার দৌড়ালে পিছু!

inbound 1634174740

সৈয়দ ময়নুল কবরী

Leave a Reply