inbound4967332079306445632
inbound4967332079306445632

কর্মফল

সবাই দেহখানা চাই রোগমুক্ত
খাদ্যের রসাতলে হয় চর্বিযুক্ত,
সততা বর্তমান যুগের বড় ভয়
স্বর্গের সুখ সেতো সবাই চাই ;

এর চেয়ে ভাংগে যদি ভেদ
আপনে আপন করবে জেদ ,
কেউ রঙের খেলাই হয় খুশী
কেউ বিনা দোষেই হয় দোষী ;

কর্মের আয়েই পায় কর্মফল
মানে-না মন হয় অবিচল ,
স্থির হয়ে যদি না থাকে মন
শংসয় থাকে দেহে সর্বক্ষন ;

যা হবে হতে দাও স্থির দৃঢ়তা
শংসয় কাটিয়ে দেখাও মৌনতা ,
যা পাবে ভেবে নাও অমৃত জল
মান সান সবই আপন কর্মফল ।

inbound4967332079306445632

মোঃ জাকারিয়া হোসেন

Leave a Reply