কষ্ট
কলমে–ছন্দা পাল
তারিখ –০৮/০৪/২০২৩
———————————————–
কষ্ট তোমার ,কষ্ট আমার, কষ্ট সবার
তোমার জীবনে তোমার, আমার জীবনে আমার
আমরা সকলেই কষ্টের কাছে অসহায় পরাজিত!
তবু আমরা বেঁচে আছি, বেঁচে থাকতে যে হয়–
কষ্ট বুকের গভীরে পুষে রাখি তুমি আমি সবাই
কখনো কখনো কষ্টগুলো ডানা ঝাপটায় বুকের ভেতর
বন্দী পাখির মতো বুকের খাঁচাটাকে দোলা দেয়
দিন প্রতিদিন সব কষ্ট জমে জমে পাহাড় হয়ে ওঠে!
ভাবনার আকাশে উড়ে যেতে পারে না কখনো
কখনোই ভেঙে গুঁড়িয়ে ফেলা যায় না —
বুকের ভেতর তৈরি হওয়া কষ্টের পাহাড়টাকে।
পাহাড়ের বুক চিরে সহসাই ঝর্ণা হয়ে ঝরে পরে,
অশ্রুর ধারা বরিষণ নিমেষে এক করুণ বিষাদে!
অনন্ত আকাশ নীরব অভিমানে চেয়ে দেখে অনুক্ষণ।
তবু তোমার কষ্ট, আমার কষ্ট কখনো ফুরিয়ে যায়না
রয়ে যায় বুকের গহীনে পাহাড় হয়ে অটল ,চিরদিন!
Chhanda Paul