inbound1643005447540867662
inbound1643005447540867662

কষ্ট

কষ্ট, না পাওয়ার কষ্ট
কৈশোর বেলায় অনেক কিছু না পাওয়ার কষ্ট,
দৈন্যতা আর অভাবের কষ্ট
শৈশবে প্রেম হারা বার কষ্ট।
কাউকে ভালবেসে বলতে না পারার কষ্ট।
সমতা আর অসমতার কষ্ট
সংসার জীবনের অতৃপ্তির কষ্ট।
বুঝা না বুঝার কষ্ট,
যুগের পর যুগ পেরিয়েও
শৈশব না ভুলার কষ্ট।
পুরনো প্রেমের স্মৃতি ফেলে আসার কষ্ট
ঘুমিয়ে থাকা স্বপ্ন জেগে উঠার কষ্ট।
কষ্ট, কষ্ট আর কষ্ট
আমার জীবনটা এমনই সৃষ্ট।

inbound1643005447540867662

জাকির হোসেন

Leave a Reply