প্রিয় কাজী ইব্রাহীম,এবং লুৎফর রহমান সাহেব।
_____________________________________
আপনাদেরকে খুবই সম্মান করি এবং শ্রদ্ধা করি।
দীর্ঘদিন আপনাদের উপর ধারণা ছিল আপনারা প্রখর জ্ঞানের অধিকারী,
শুনেছি আপনারা কোন এক মাদ্রাসার উচ্চতর বিভাগের শিক্ষক।
কিন্তু -আফসোস ১৫ ই রমজান ইসুতে আপনারা অজ্ঞতার পরিচয় দিয়েছেন।
আপনার ভুল রেফারেন্স,বা বক্তৃতার কারণে,
কত নাস্তিক ইসলামকে নিয়ে ট্রল করবে,
(গতকালের একজনের পোস্টে দেখলাম,
উনি লিখেছেন যে হুজুরদের কথা,
কেউ বিশ্বাস করবেন উনারা কথায়,কথায় মিথ্যা কথা বলে, ফ্যাক্ট ১৫ই রমজান ,
বিকট আওয়াজ ইস্যু)
অবশ্যই সে সম্বন্ধে আপনাদের ধারণা
আছে বলে মনে করি।
এতো বুঝবান এবং জ্ঞানের অধিকারী হয়েও
কিভাবে উম্মাহর মাঝে ফেতনা ছাড়ান?
আজগুবি সব বক্তৃতা,মনগড়া সব আবিষ্কার,
আপনি কি মনে করেন, আপনার এই
ব্যক্তিগত,গবেষণার ফলে ইসলাম
আরও সমুন্নত হয়েছে? কখনোই না!
যদি ভাবেন যে,আকিদায় ভিন্নতা থাকার কারণে আপনাকে নিয়ে এমন মন্তব্য করলাম।
তাহলে আপনার দলীয় লোকদের কাছেই
জিজ্ঞেস করে দেখুন, উপলব্ধি করতে পারবেন।
আপনার ভবিষ্যৎবাণী দেওয়ার পর,
তারা আপনার পরিচয় বহন করতেও
লজ্জা পাচ্ছে।
আমি ছোট মানুষ,তাই বেশি কিছু বলার
অধিকার বা যোগ্যতা আমার নেই।
শুধু এতটুকু বলবো,যদি ইসলামের তোরাক্কী চান
তাহলে লাইভে এসে আপনার ভুল স্বীকার করুন,
এবং সবার কাছে প্রমাণ করে দিন হাদিস গবেষণায় আপনার ব্যর্থতা ছিলো,
কিন্তু ইসলামের কোন বাণী কখনো মিথ্যা হতে পারে না।
যদি ভুল স্বীকার না করেন, এবংআপনার জন্য কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে যায়,
নাস্তিক ইসলাম বিদ্বেষীরা হুজুরদের
নিয়ে ঠাট্টা করে।
তাহলে এর জন্য কেয়ামতের মাঠে,
আল্লাহর দরবারে আপনাকেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।
আপনাকে ভালোবাসি সেটা ভালোবাসার জায়গায়। আপনাকে ভালবাসতে গিয়ে
যদি আমার ঈমান অন্তরায় হয়ে দাঁড়ায়,
তাহলে ভালোবাসা বর্জন করে তাওহীদ
এবং ঈমানের পথে অবিচল থাকাই
আমার জন্য আবশ্যক।
ভুল ত্রুটি ক্ষমা করবেন, ছোট মুখে বড় কথা বলার জন্য
✍️ মুহাম্মদ জামিল রাহমানী
মুহাম্মদ জামিল রাহমানী