কাটাকুটির খেলা
রবিশংকর দাস।
কচু গাছ কাটতে কাটতে কি
সত্যিই হওয়া যায় ডাকাত?
কাটলে সবকিছু কি কমে,
কাটাকুটির খেলায় ভাগ বাটোয়ারা চলে না!
অনেকেই আবার ভীষণ ধোপদুরস্ত
না কেটে, তোলা-পাটের (^) আদলে
সযত্নে রাখে অতীত সময়, পাখি
শাবকের তরে, বাসা বুনে গাছের কোটরে।
প্রেম ভীষণ স্পর্শকাতর ও মৌলিক
কোনও কাটাকাটির ধার ধারে না
সবকিছুর সাথে থাকে, সংসার
কিংবা
করে, বাজারে ^রাস্তায় সযত্নে যায় পাশ কাটিয়ে।।
রবিশংকর দাস