You are currently viewing কাব্য

কাব্য

কেউ আপন নয়”..!🥀
কেউ আসে সার্থের খোঁজে
কেউবা অর্থের লোভে,
কেউ আসে অতিথি হয়ে
কেউবা কুটুম হয়ে।
কেউ আসে বন্ধু হয়ে
কেউবা প্রিয়জন।
কেউ এসে স্বপ্ন দেখায়,
কেউবা পরিস্থিতির দোহাই
একা করে করে চলে যায়.!
আপন বলতে কেউ নেই,
সব’ই শুধু রঙ্গিন স্বপ্ন জাল..!
Writer:Md:Saif Adnan

inbound3254564314873729799.jpg

Md:Saif Adnan

This Post Has 6 Comments

  1. সুব্রত চক্রবর্ত্তী

    আমি কবিতা ও গল্প লিখি।

  2. সুব্রত চক্রবর্ত্তী

    আমার নাম শ্রী সুব্রত চক্রবর্ত্তী। আমি দমদম জংশনে থাকি। আমি কবিতা ও গল্প লিখি। আমার পরবর্তী লেখা গুলো দিতে চাই।

Leave a Reply