বসন্ত ফুরিয়ে গেলো,গ্রীষ্ম এলো আবার
শাখে শাখে কিশলয় সূর্যের প্রথম আলোর স্পর্শে,
ঝিলমিল করে ওঠে লাবণ্যপ্রভায়!
কদম গাছের শাখে বসে অলস সুরে কোকিল কাঁদে
যেন হারিয়ে ফেলেছে তার প্রিয় ঋতুরাজে—
উদাসী স্বর বাজে তার কন্ঠে করুণ অনুরাগে।
বসন্ত বিদায় ক্ষণে কোনো কথা যায়নি বলে,
সেই অভিমানে কাঁদে আকুল হয়ে বসন্ত-দূত!
অবোধ মধুর-কন্ঠী জানেনা ‘সে’
আসবে ফিরে, বছর ঘুরে ——অচিরে!
অচিরেই বছর ঘুরে
ছন্দা পাল