পাথরে পাথরে ঠোকা লেগে ভাঙে রোজ
কত শত মন ভেঙে হয় ধূলিকণা
এক পৃথিবীর ভিতরে পৃথিবী গড়ে
মাটি শুধু নেয় বৃষ্টি হওয়ার খোঁজ
ফেলে আসা ঘরে আগাছা বৃক্ষ হয়
শিকড় আরো আঁকড়ে ধরতে চাই
ভালোবাসা যত ইট কংক্রিটে ছিল
সে প্রেম আজ ফিরে পাবার তো নয়
বাতাস লাগে শরীরের সব খানে
তুবুও তার কোথাও লুকানো জল
সে জল ছুঁতে পারা টাই প্রেম যেন
বাকি সব কিছু ক্ষনিকের অভিনয়!
অনিমেষ চট্টরাজ( অনি )