মহান শুক্রবার
পবিত্র শুক্রবার
আজিকার দিনে।
ঈশ্বর রূপে এসেছিলে
ধরাধামে তুমি যীশু
মরে গেছো দানবের
হাতে মানব কল্যাণে।
হে ঈশ্বর মহান যীশু।
তুমিই তো মোদের
সকল জীবের পিতা।
তুমিই সকল পাপীতাপী
অসৎ মানবের ত্রাতা।
গাহি আজ তব প্রার্থনা গান
তুমি কর সকল জীবে ত্রাণ।
বিকাশ চন্দ্র মণ্ডল