Screenshot 20230407 122153 PixelLab
Screenshot 20230407 122153 PixelLab

গুড ফ্রাইডে

মহান শুক্রবার
পবিত্র শুক্রবার
আজিকার দিনে।
ঈশ্বর রূপে এসেছিলে
ধরাধামে তুমি যীশু
মরে গেছো দানবের
হাতে মানব কল্যাণে।
হে ঈশ্বর মহান যীশু।
তুমিই তো মোদের
সকল জীবের পিতা।
তুমিই সকল পাপীতাপী
অসৎ মানবের ত্রাতা।
গাহি আজ তব প্রার্থনা গান
তুমি কর সকল জীবে ত্রাণ।

Screenshot 20230407 122153 PixelLab

বিকাশ চন্দ্র মণ্ডল

Leave a Reply