inbound7756803918349141189
inbound7756803918349141189

ঘুষের বলি

ঘুষের রাজ্যে যোগ্য যাঁরা
বেকার বসে থাকে,
অযোগ্যরা চাকরি পাচ্ছে
বলবে বলো কাকে?

অনেক কষ্টেই লেখাপড়া
আশা নিয়ে করে,
চাকরি ঠিকই পেয়ে যাবো
স্বপ্নে বুকটা ভরে।

মাঠে নেমে বুঝতে পারে
সবই ঘুষের খেলা,
বাস্তব ছবি দেখতে পেয়ে
বোঝে তখন ঠেলা।

কি আর করে ভেবে মরে
বয়স বাড়ে সাথে,
নানান রকম দুশ্চিন্তাতে
ঘুম আসে না রাতে।

বাবা মায়ের গালি শুনেই
সময় কাটে দুখে,
বেকার থাকা বড় কষ্টের
ছাপটা পড়ে মুখে।

inbound7756803918349141189

রতন বসাক (শ্যামনগর)

Leave a Reply