inbound2125998304250818451
inbound2125998304250818451

চাটুকার

সবাই দে তালি দে তালি
চারিদিকে চাটুকারের জয়,
চাকরি কিংবা রাজনীতিতে
তাদের নেই কোন ক্ষয়।

কর্তব্য কাজের ধার ধারেনা
করে ফাকিবাজি,
গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে
বেটা বড়ই পাজি।

পরজীবী হয়ে বেঁচে থাকা
এটাই তাদের স্বভাব,
টাকা ওয়ালার পিছে ঘুরে
হয়না তাদের অভাব।

মুখে মুখে বড় কথা বলে
কাজের বেলা নাই,
অন্যের পা চেটে গান গায়
তাইরে নাইরে নাই।

inbound2125998304250818451

মো. ফারুক হোসেন

Leave a Reply