ওহে সুহাসীনি,
কখোনো কাছে আসোনি,
পাশে বসে হাতে হাত রেখে বলোনি ভালোবাসি
এ নয়ন দেখেনি তোমায়,
দেখেনি তোমার মায়াবি চাহনির মায়াময় হাসি
তোমার দেখার পিপাসা তার আজও রয়ে গেছে,
তবুও সে তোমায় ভালোবেসেছে।
কখোনো ইচ্ছে হয়নি তোমায় ছুয়ে দেখার,
কখোনো আসতে চাইনি তোমার কাছে
চেয়েছি তোমায় অনুভবে রাখতে,
চেয়েছি অনুভূতিতে ভালবাসতে
তুমি কি ভুলে গেছে সেই সন্ধ্যার কথা,
যে সন্ধায় ফোনের ওপাশ থেকে কান্না
জরানো কন্ঠে বলেছিলে ভালোবাসি তোমায়,
এ জীবনে কখনো ছেড়ে যাবো না
কোথায় আজ তোমার দেয়া সেই প্রতিশ্রুতি,
নাকি সবই ছিলো নিতান্তই অভিনয়।
হয় সৃষ্টিকর্তা চায়নি তুমি আমার হও,
হয়ত তিনি চাননি ভালোবাসো আমায়।
তাইতো এতো কাছে এসেও হারিয়ে গেলে,
দুর অজানায়
তবে আমি তোমায় হারাইনি,
তুমি আজও আছো হৃদয় গহীনে
আমি তোমায় পাওয়ায় আশায়,
যুগ যুগ অপেক্ষা করতে রাজি
পরিশেষে বলি আজও ভালোবাসি
তোমায়……….
নিরর্থক'