FB IMG 1681407474957
FB IMG 1681407474957

চৈতি রাতের গান

চৈতি রাতের গান
মহীতোষ গায়েন

কালের রাখাল আমি,রঙ ও চালচুলোহীন,
বৈশাখে হোক সেই নব পরিচয়,রাস্তাই ঘর,
ভালোবাসা গভীর হলে পাতা ঝরে নতুবা
ফুল হয় গাছে,পাখির গানে ভরে চরাচর।
#
প্রিয়জন চলে গেলে মরমি করাতে কাটে মন…
দেহে জমে শিকড় বাকড়,অলিগলিতেও ফেউ
দালানেও শিয়ালেরা ডাকে,চমকায়,ঝড় ওঠে …
থেমেও যায়,হল্লাবোলেও দাঁও মারে কেউ কেউ।

FB IMG 1681407474957

মহীতোষ গায়েন

Leave a Reply