আজব সঙ্গী!
=========
—–আনোয়ার
শশুর বাড়ী যায়না, যায়না বাবার বাড়ী!
কেনো এমন জানতে গেলে উল্টো মারে ঝারি!!
এমন আজব সঙ্গী যাহার হইছে জীবনে!
সে কী কভু সুখের নাগাল পাইবে ভূবনে?
দীর্ঘ সময় যায়না করা কথা বিনিময়,
কইলে কথা মেজাজ খানায় তাওয়া গরম হয়!!
লজ্জাবতী গাছ বুঝি সে আলতো টুকায় লাগে!
‘ঝুটঝামেলায়’ পড়বে যদি জুটে কারও ভাগে!!
২৩।০৪।২৩
সৈয়দ আনোয়ার হোসেন