মুখ যেনো মুখ নয়…!
===========
——আনোয়ার
মুখ যেনো মুখ নয়
যেনো ইহা ‘ছুরি’!
এক ঘা’তে বের করে আনে ‘নাঁড়িভুরি’!
মুখ যেনো মুখ নয়
যেনো ইহা ‘বোম’!
নিমিষেই নেয় কেড়ে আরামের ‘ঘুম’!!
মুখ যেনো মুখ নয় যেনো ইহা ‘কাঁটা’!
ধরাতে বেশ পারে ‘রিলেশন ফাঁটা’!!
মুখ যেনো মুখ নয়
ইহা যেনো ‘তীর’!
বুকে বিধে জমা করে ‘বেদনার’ ভীর!!
মুখ যেনো মুখ নয় ‘মধু!সন্দেশ’!
মধু মুখ ভরা সুখ ‘পুড়ে তিন দেশ’!!
০২।০৩।২৩
Syed Anowar Hossain