হীনকৌশল
========
———-আনোয়ার
চাতুরীতে ভরা মন, ছলে পারদর্শী!
শুরুতে যায় বুঝা কোন মতাদর্শী!!
যদি কেউ খপ্পরে ভুলে পড়ছে,
সে যেনো অজান্তেই ডুবে মরছে!!
বেশভুষা দেখে তারে যায় না বুঝা,
দর্শনে এত কিছু হয় না খুঁজা।।
মিঠা মিঠা কয় কথা আসলে তা অন্য,
দিন কয়েক পরে তা বিষ বলে গণ্য!!
আজ হবে কাল হবে হয় না তো আর!
রেগে গিয়ে তার সাথে মুখ করে ভার!!
দিন তারিখ দেয় সাথে আশা দেয় ছলে!!
এ ভাবেই চলছে সে হীন কৌশলে!!
১১।০৩।২০২৩
Syed Anowar Hossain