You are currently viewing ছেলেদের ক্ষুদ্র গল্প

ছেলেদের ক্ষুদ্র গল্প

:””
লেখক :আবরার
ছেলেরা একটা জীবন কাটিয়ে দেয় একটা সংসার চালাতে আর তা নাহ অনেক ছেলেরা রোজগারের উদ্দেশ্যে পথে নেমেছে তাদের বয়স হয়তো ১২ বছর হবে রিকসা, টমটম, মিনিবাস এমনকি আরো নানান গাড়ি চালায় একটা পরিবার চালাতে। যে ছেলের বাবা নেই সেই জানে পৃথিবীটা কেমন তাইতো ১২ বছর বয়সেই একটা পরিবার চালাতে বিভিন্ন ধরণের গাড়ি কিংবা বিভিন্ন ধরণের কাজ করছে। অনেক ছেলে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে, আবার অনেকেই পড়াশোনা করতে পারে নাহ আর্থিক অবস্থার জন্য আর তারা বিভিন্ন পথ বেছেঁ নেয়। কেউ কেউ দিনমজুর আর বিভিন্ন পেশায় কাজ করে থাকে। সেই ছেলে আস্তে আস্তে বড় হয় এবং তার সেই কাজের প্রতি অভিজ্ঞতা বাড়তে থাকে। সেই ছেলে একসময় বড় উদ্যেক্তা হয়। ছেলে শুধু একটা নাম নয় পরিবারের হাল ধরতে কৃষি কাজ করে থাকে। যারা এখন ইনকামের পথে এসেছে তারা জানে কী কষ্ট একটা পরিবার চালাতে। একটা কথা শোনেন, আপনার পায়ে বা হাতে বেথা পাইছেন তা সাধারণ চোখে দেখা যাচ্ছে নাহ শুধু আপনিই জানেন কত কষ্ট হচ্ছে ঠিক তেমন ই একটা ছেলে জানে জীবন সংগ্রাম করার কষ্ট কি। আর এসব বেশী পড়ে পরিবারের বড় ছেলেদের ওপর তারা একটা পরিবার চালাতে কি নাহ করতে পারে ভাই/বোন আমি নিজেই একজন পরিবারের বড় ছেলে এইতো কিছুদিন আগেই পাসপোর্ট বানিয়েছি কোনো দেশে গিয়ে একটা ভালো চাকরি করে পরিবারের মুখে হাসি ফোটাবো এই আশায়। একটা ছেলে পরিবারের দায়িত্ব নিতে বেশী পড়ালেখা করতে পারে নাহ যারা পরিবারের বড় ছেলে তাদের ক্ষেত্রে বেশী হয়, আবার অনেক ছেলে খারাপ আছে আর অনেক ভালো, তাদের নিয়ে আজে বাজে চিন্তা নাহ করে ভালো পরামর্শ দিন উৎসাহ দিন ভালো কাজ করার জন্য। অন্য জনের প্রতি খারাপ আচরণ করার আগে ভাবুন সে আপনার ভাই, আপনার মতো একজন বোনের ভাই, সব ছেলে খারাপ নাহ কিছু কিছু আছে যারা ছেলেদের জাত কে খারাপ বানায় আর সেটা মেয়েদের ক্ষেত্রেও।
ধন্যবাদ😊

ভালো লাগলে অন্যকে Share করুন এবং পরবর্তী কি নিয়ে লিখবো তা বলে যান😊

inbound807456424436918572.jpg

আবরার হক নোহান

Leave a Reply