রাতের অন্ধকার বিন্দু বিন্দু ভাব নিয়ে আলোকিত হয়।
অশ্বারোহীরা তখন গভীর আনন্দে ঘোড়া ছুটিয়ে বেড়ায়।
তখন ছিটকিনি দেয়া ঝিমুচ্ছিলাম মাত্র।
ঝিঁঝিঁ পোকার শব্দে দরজা খুলে বেরিয়ে এসেছি।
রাতের অন্ধকার তখন আরেকটু গভীর হয়েছিলো মাত্র।
জোনাকির আলোয় মিশে যাচ্ছে অজানা হতাশা।
সকাল হলেই মেঘের সঙ্গে মিশে যাবে সমস্ত অনুভূতি আর অনুতাপ।
আসকার ইকবাল