You are currently viewing জ্বরের দিনগুলো!

জ্বরের দিনগুলো!

জেওন— জ্বর এলে তুমি আসবে তো!যেমনটা জ্বরের সঙ্গে কাপুনি আসে।ছোটবেলায় বাবার ভয়ে যেভাবে অংক মুখস্থ কর‍তে।হাতের আঙ্গুলে আঙ্গুলে অংক কষে হিসেব মেলাতে।ঠিক সেভাবে তুমি আমাকেও মিলিয়ে নিও তোমার জীবনের সঙ্গে। তবুও এসো— আমার জ্বর তখন কমে যাবে।তোমার স্পর্শে শীতল হবে আমার সমস্ত শরীর।কারণ আমি তোমার কোমল হাতের স্পর্শ পেলে শীতল হয়ে যায় নিমিষে।

inbound3245167085408034086.jpg

সীমান্ত হেলাল

Leave a Reply