জ্যাঠামি
দেবাশীষ চক্রবর্তী
কান্তজ্যাঠা শান্ত মানুষ
প্রেমের নামে ওঠেন ক্ষেপে,
সারাজীবন পা ফেলেছেন
হিসেব করে ভীষণ মেপে।
গোমড়ামুখো কান্তজ্যাঠার
মুখটা যেন বিরাট হাঁড়ি,
দেখলে প্রেমিক করেন তাড়া
প্রেমের সাথে জন্ম আড়ি।
ভয়েই থাকেন এই বুঝি প্রেম
হঠাৎ করে ঘাড়েই চাপে,
কাউকে দেখে দড়াম করে
হৃদয় যদি দারুণ কাঁপে!
আতঙ্কে তাঁর ঘুম আসে না
এই বুঝি কেউ প্রেমেই পড়ে!
শক্ত করে খিল এঁটেছেন
কান্ত জ্যাঠা মনের ঘরে।
দেবাশীষ চক্রবর্তী