inbound3613573283932840218
inbound3613573283932840218

জ্যাঠামি

জ্যাঠামি
দেবাশীষ চক্রবর্তী
কান্তজ্যাঠা শান্ত মানুষ
প্রেমের নামে ওঠেন ক্ষেপে,
সারাজীবন পা ফেলেছেন
হিসেব করে ভীষণ মেপে।

গোমড়ামুখো কান্তজ্যাঠার
মুখটা যেন বিরাট হাঁড়ি,
দেখলে প্রেমিক করেন তাড়া
প্রেমের সাথে জন্ম আড়ি।

ভয়েই থাকেন এই বুঝি প্রেম
হঠাৎ করে ঘাড়েই চাপে,
কাউকে দেখে দড়াম করে
হৃদয় যদি দারুণ কাঁপে!

আতঙ্কে তাঁর ঘুম আসে না
এই বুঝি কেউ প্রেমেই পড়ে!
শক্ত করে খিল এঁটেছেন
কান্ত জ্যাঠা মনের ঘরে।

inbound3613573283932840218

দেবাশীষ চক্রবর্তী

Leave a Reply