“ তোমার জন্যে ”
আমি নাহয় ভ্রমর হব,
ফুটবে তুমি ফুল হয়ে!
সব মধুরস ফুরিয়ে গেলেও,
থাকব বসে গা জড়িয়ে।
আমি নাহয় জোনাক হব,
আলো দেব আঁধার রাতে!
দুঃস্বপ্ন তোমায় ছুলেও,
থাকব জেনো তোমার সাথে।
আমি নাহয় নদীই হব,
ভাসবে তুমি নাও হয়ে!
যদিও আসে সামান্য ঢেউ,
আগলে নেব হারানোর ভয়ে!
আমি নাহয় মেঘ হব,
আকাশঘরে থাকব শুয়ে!
ঘোর শ্রাবণের আস্কারাতে,
ছোঁব তোমায় বৃষ্টি হয়ে।
|| অভি বিশ্বাস ||
অভি বিশ্বাস