থাকবে তুমি বইয়ের পাতায়
কাব্যের ছন্দে ছন্দে,
তোমায় আমি খুঁজে নেবো
ফুলের গন্ধে গন্ধে।
থাকবে তুমি স্মৃতির পাতায়
স্বর্ণাক্ষরে লেখা,
ভালোবাসায় উঠবো মেতে
স্বপ্নে হবে দেখা।
থাকবে তুমি শীতের সকাল
শিশির ক্ষণা হয়ে,
ভালোবাসায় ঝলমল করে
আনবে আলো বয়ে।
থাকবে তুমি পাখির গানে
কোকিল সুরে সুরে,
তোমায় আমি পাই যে খুঁজে
আমার হৃদয় জুড়ে।
মোঃ ইমন মিয়া