IMG 20230225 090811
IMG 20230225 090811

থাকবে তুমি

থাকবে তুমি বইয়ের পাতায়
কাব্যের ছন্দে ছন্দে,
তোমায় আমি খুঁজে নেবো
ফুলের গন্ধে গন্ধে।

থাকবে তুমি স্মৃতির পাতায়
স্বর্ণাক্ষরে লেখা,
ভালোবাসায় উঠবো মেতে
স্বপ্নে হবে দেখা।

থাকবে তুমি শীতের সকাল
শিশির ক্ষণা হয়ে,
ভালোবাসায় ঝলমল করে
আনবে আলো বয়ে।

থাকবে তুমি পাখির গানে
কোকিল সুরে সুরে,
তোমায় আমি পাই যে খুঁজে
আমার হৃদয় জুড়ে।

IMG 20230225 090811

মোঃ ইমন মিয়া

Leave a Reply