থাক না!
দেখা না হোক,কথা না হোক।
তবুও, থাক না!
তোমার হৃদয় অঙ্গনে আমার হৃদয়, আমার হৃদয় অঙ্গনে তোমার হৃদয়।
থাক না!
দেখা না হোক, কথা না হোক।
তবুও, থাক না!
দুটি হৃদয়ের একক সংগঠন, যেখানে তোমার আমার অস্তিত্বের একক নিবন্ধন।
থাক না!
দেখা না হোক, কথা না হোক।
তবুও, থাক না!
এ একক নিবন্ধনে’র অমৃহ সুধা, রচিত হোক নির্বাক, অদৃশ্য এক ভালবাসার আত্মকথা।
__❍ মিজানুর ইসলাম
মিজানুর ইসলাম