*দিন যতোটাই রঙিন হোক না কেনো, রাত সুন্দর!!*
হয়তো রাতের আকাশ টা কালো হয়,তবুও যেনো এক অপরূপ সৌন্দর্য। কোনো কোলাহল নেই…
নিশ্চুপ, নিস্তব্ধ চারপাশ, ভালো লাগার সাথে যেনো বন্ধুত্ব হয়ে গেছে..!!
কত কতো যে কথা বলা হয় এই আকাশের সাথে। দিনশেষে কেউ না কেউ একাকীত্বতা উপলব্ধি করে থাকে!!- আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল🖤🌸
Khandaker MD Sazidur Rahman