You are currently viewing দুঃখের পাঠশালা

দুঃখের পাঠশালা

দুঃখের পাঠশালা
স্বপন কুমার বৈদ্য
তারিখ- ২০/০৪/২০২৩ ইং
~~~~~~~~~~~
তোমাকে ভুলতে চাইছি বলেই
পাল্টে দিয়েছি জীবন
ভেঙে টুকরো টুকরো করেছি
যতোসব স্বপ্ন বুনন
বেদনার ভীমরুল হূল বিধায়
হৃদপিন্ডের প্রকোষ্ঠে
কারো রূপের ছটায় জ্বলতে হয়না আর
নেই কোনো কিশোরী মনের আষ্টেপৃষ্ঠে ;
তোমাকে ভুলতে চাইছি বলেই
অঝোরে বৃষ্টি নামে, মেঘনায় আসে ঢল
নিঃশ্চুপ হয়ে যায় পৃথিবী
মাঝপথে থমকে দাঁড়ায় ভালোবাসার
কোলাহল
তোমাকে ভুলতে চাইছি বলেই
আর দেখিনা ভরা জোছনার আলো
শুধু আঁধার খুঁজি আঁধার জমকালো ,
খাঁচায় বন্দি কাকাতুয়া উড়িয়ে
দিয়েছি আকাশে , আমার ভালোবাসায়
পাগল হয়ে সে যেন কখনো ফিরে
না আসে !
মনের দুয়ারে মেরেছি পিতলের তালা
ভালোবাসা না হয় যেন আমার
দুঃখের পাঠশালা ।

IMG_20230401_163307.jpg

স্বপন কুমার বৈদ্য

Leave a Reply