inbound2906482142435002912
inbound2906482142435002912

দৃশ্যকাব্য

দৃশ্য কাব্য।। চাষা হাবিব

আজকাল ধবধবে যুবতী রোদও
ফর্সা হতে প্রসাধন মেখে দেহ পোড়ায়
বোকা বর্ণও খেয়ে ফেলে যুবক চন্ডাল
তখন ওপাশে…
রঙের স্রোতে অনার্য অধ্যাপক
লিখে ফেলে খোয়াবনামা আর
হাটতে হাটতে শব্দে মেশায় শর
যেন ছুঁই ছুঁই সীমানায় ন্যাড়া পিলার
মাঝখান ধোকা পরকীয়া নোনা স্বর

অথচ তুমি ছিলে রোদ্দুর
আর আমি শুধুই তেপান্তর…

কাব্যগ্রন্থ–চাষা’র দৃশ্যকাব্য;

inbound2906482142435002912

চাষা হাবিব

Leave a Reply