আমি মৃত প্রাচীন
তৈল কম্প নগরীর
অবশেষ টুকু বেঁচে রয়েছি।
সভ্যতার চরম সংকটে
আমাকে কি তোমরা
এভাবেই শেষ হোতে দেবে ?
ডি. ভি. সি র এত বিদ্যুতের
আলোর গাদা গাদা টাকা
আজ সবই হয়েছে ফাঁকা।
সেদিন আমার মৃত্যুর খাল
কেটে ছিলে সমাধিস্থ করিতে
তোমরা সভ্যতার অগ্র গতিতে।
আমাকে কেন এভাবে ধ্বংসের মুখে
ঠেলে দিলে আজ আনন্দিত চিত্তে।
বিকাশ চন্দ্র মণ্ডল